শার্শা (যশোর) প্রতিনিধি ॥ শার্শার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা আমের বাজার বিষের বাজারে পরিণত হয়েছে। সুন্দর সুন্দর দেখতে আম আসলে আম নয়, এক একটি যেন বিষের খনি।
স্থানীয় প্রসাশনের প্রত্যক্ষ সহযোগিতায় বাগুড়ী গ্রামের অসাধু আম ব্যবসায়ী যুবলীগ ক্যাডার শাহাজান আলীর নেতৃত্বে গড়ে উঠেছে বাগুড়ী আম বাজারের এই বিষাক্ত সিন্ডেকেট। জন স্বাস্থ্য উপেক্ষা করে তারা সাধারণ মানুষ কে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ভাল রং তৈরির জন্য, পাঁকানোর জন্য ও আম না পচার জন্য এখানে রাত দিন শত শত মণ আমে স্প্রে করে মেশানো হচ্ছে ভারত থেকে চোরাই পথে আমদানী করা রাইস মিথানল, কারবাইট সালফেট, ফরমালিন সহ বিভিন্ন প্রকারের জীবন ঘাতি বিষাক্ত কেমিক্যাল। যা দেহের বিভিন্ন কোষ ধ্বংস করে মানুষকে দ্রুত মৃত্যুর দিকে পতিত করে।
বৃহত্তম যশোরের অন্যতম আমের এই বাজারে প্রত্যেক মৌসুমে হাজার হাজার মণ বিভিন প্রজাতির আম এখান থেকে ঢাকা-খুলনা সহ দেশের বড় বড় শহর গুলোতে চলে যায়। এই বাজারে প্রায় ২ শতাধিক আমের আড়ৎ রয়েছে।
এসব আড়তেরও আছে এক বা একাধিক গুদাম ঘর। তাছাড়া বাজারের আসে পাশে প্রায় শতাধিক বাড়ি নিদিষ্ট টাকার বিনিময়ে প্রতি মৌসুমে স্প্রে সহ আম রাখার কাজে ব্যবহার হয়ে থাকে। প্রতিদিন এখানে হাজার হাজার মণ আম কেনা বেচা হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ব্যাপারী এই বাজারে আসে। আড়তে আম বিক্রি হওয়ার পর চলে যায় আগে থেকে নিদিষ্ট করা গুদাম ঘর বা বাসা বাড়িতে। এর পর ঘরের মেঝেতে আম সুন্দর করে বিছিয়ে রাইস মিথানল, কারবাইট সালফেট, ফরমালিন একত্রে মিশ্রত করে আমের উপর স্প্রে করা হয়।
ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকানোর পর প্লাষ্টিক কার্টুন অথবা ক্যারেটে পুরতন খবরের কাগজ মুড়িয়ে প্যাকিং করা হয়। এর পর ট্রাকে লোড দিয়ে পাঠানো হয়ে থাকে ঢাকা-খুলনা সহ দেশের বিভিন্ন জেলা শহরে। এক্ষেত্রে যারা আম স্প্রে করা সহ প্যাকিং করে থাকে তাদেরও স্বাস্থ্য মারাতœক ঝুকির মধ্যে রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রাইস মিথানল, কারবাইট সালফেট, ফরমালিন সহ বিষাক্ত কেমিক্যাল একত্রে মিশিয়ে স্প্রে করা আম খেলে মানুষের পেটের পিড়া, লিভার সিরোসিস, কিডনি নষ্ট, হৃদযন্ত্রের মারাতœক ক্ষতি সহ দেহের কোষ কলা ধ্বংস হয়ে শারীরিক বিপর্যয় ঘটেতে পারে। এমনকি অধিক মাত্রায় এই আম খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এব্যারে এলাকাবাসী অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রসাশনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।