14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা প্রবাসির মামলায় আগৈলঝাড়ায় এবার প্রধান শিক্ষকসহ সকলকে মুক্তি দিয়েছে আদালত

Brinda Chowdhury
February 5, 2020 5:41 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ আমেরিকা প্রসাবী এক খৃষ্টধর্মাবলম্বীর মিথ্যা মামলায় ৪র্থবারও প্রধান শিক্ষকসহ সকল আসামীকে বেকসুর মুক্তি দিয়েছে আদালত।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের খ্রিষ্টধর্মাবল্মী আমেরিকা প্রবাসী বিমল হালদার ও প্রতিবেশী ননী শীলের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের এই ধারাবাহিকতায় বিমল হালদার ও তার ছেলের শশুর উজিরপুর উপজেলার হারতা গ্রামের মামলাবাজ বলে চিহ্নিত সভারঞ্জন বিশ্বাস ও তার মেয়ে বারুনি বিশ্বাসকে দিয়ে (সিআর ১০২ তারিখ ৪/১১/২০১৮ এবং সিআর ৮৭ তারিখ ১১/১১/২০১৮ সালে দুটি বানোয়াট মামলা দায়ের করে)।

ওই মামলায় আসামী করেন ননী শীল ও প্রতিবেশী বাগধা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জুরান চন্দ্র শীল (সরকার) সহ কয়েকজনকে বিজ্ঞ আদালত ওই মামলায় সত্যতা না পেয়ে দুটি মামলা খারিজ করে দিয়ে প্রধান শিক্ষক সহ সকলকে মুক্তি প্রদান করেন।

সর্বশেষ ২০১৮ সালের ৮ই আগস্ট হামলা সংঘর্ষের কাল্পনিক ঘটনা সাজিয়ে বিমল হালদারের স্ত্রী আলোমতি হালদারকে বাদী করে ননী শীল ও প্রধান শিক্ষক জুরান চন্দ্র শীল তার ভাই ধীরেন শীলকে আসামী করে জিআর ৮৩/১৮ মামলা দায়ের করেন।

ওই সময় স্থানীয় জনতার প্রতিবাদের মুখে প্রধান শিক্ষক জুরান চন্দ্র সরকারকে পুলিশ গ্রেফতার বা হয়রানী বন্ধ রাখে। মিথ্যা মামলা দায়েরর পর বিমল হালদার সস্ত্রীক আমেরিকা পাড়ি জমান। দীর্ঘদিন মামলাটি পর্যালোচনার পর বিজ্ঞ আদালত বাদীনির আবেদনের কোন সত্যতা না পাওয়ায় বিগত ১/১২/২০১৯ই বরিশাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মোঃ আমিনুল ইসলামের আদালতে প্রধান শিক্ষক জুরান চন্দ্র শীল (সরকার) সহ সকলকে বেকুসর মুক্তি প্রদান করেন।

http://www.anandalokfoundation.com/