14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিকায় গির্জায় এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ নিহত ১৪

Biswajit Shil
December 2, 2019 10:05 am
Link Copied!

আফ্রিকার বুরকিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ কমপক্ষে ১৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

জাতিগত ও ধর্মীয় সংঘাতে গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় রোববার প্রার্থনা চলাকালে হামলা হয়।

ওই অঞ্চলে বেশিরভাগ মানুষ তথাকথিত জিহাদিগোষ্ঠীর হামলায় মারা গেছেন। এ নিয়ে প্রতিবেশী দেশ মালির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে চরমে।

উল্লেখ্য গত অক্টোবরে একটি মসজিদে হামলায় ১৫ জন নিহত ও দুই ব্যক্তি গুরুতর আহত হন। ২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় সাম্প্রদায়িক হামলা বেড়ে চলেছে। এ কারণে দেশটির কয়েক হাজার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

বর্তমান হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। কে বা কারা এবং কী কারণে এ হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত চলছে বলে জানা গেছে।

খবর এএফপি ও বিবিসি।

http://www.anandalokfoundation.com/