14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে তালিবানি হামলায় নিহত চার বিচারপতি

Biswajit Shil
November 8, 2019 5:16 am
Link Copied!

আফগানিস্তান কেন্দ্রীয় লোগার প্রদেশে তালিবানি জঙ্গি হামলার শিকার হন আফগানিস্তানের ওই চার বিচারপতি। বৃহস্পতিবার পাকতিয়া থেকে মাইক্রোবাসে করে কাবুলে ফেরার পথে তাদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। তথ্য নিশ্চিত করেন প্রাদেশিক কাউন্সিল সদস্য হাসিবুল্লাহ স্তানেকজাই।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে বাকি আবাদ নামক ছোট শহরের একটি মার্কেট এলাকায় তাদেরকে গুলি করে হত্যা করা।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, পাকতিয়া থেকে ওই চার বিচারপতি একসঙ্গে কাবুলে ফিরছিলেন। লোগার প্রদেশের মুহম্মদ আঘা জেলায় সশস্ত্র তালেবানরা বিচারপতিদের গাড়ি টার্গেট করে হামলা চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাদের গাড়ি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিচারকেরা।

দক্ষিণ প্রদেশ পাকতিয়া থেকে ওই চার বিচারপতি একসঙ্গে কাবুলে ফিরছিলেন। লোগার প্রদেশের মহম্মদ আঘা জেলায় সশস্ত্র তালিবানরা বিচারপতিদের গাড়ি টার্গেট করে হামলা চালায়। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বিচারপতিদের গাড়িটি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিচারকেরা। কেন এ ভাবে বিচারপতিদের নিশানা করে তালিবানরা হামলা চালাল,তা এখনও স্পষ্ট নয়।

তবে, কাউন্সিল সদস্য স্তানেকজাই দাবি করেন, বিচারপতিদের গাড়ির আগে আফগান সেনার গাড়ি ছিল। তালিবানরা সেনার গাড়িটিকেই টার্গেট করেছিল। কিন্তু, লক্ষ্যভ্রষ্ট হয়ে বিচারপতিদের গাড়িটিই নিশানা হয়ে দাঁড়ায়।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ঘটানা সম্পর্কে বিশদ তথ্য তাঁর কাছে নেই। তিনি জানার চেষ্টা করছেন। তাঁর বক্তব্য, বিচারপতিরা যদি তালিবানদের বিপক্ষে কোনও রায় দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই হামলা হতে পারে। তবে, এই ঘটনা সম্পর্কে বিশদ কিছু তিনি জানতে পারেননি।

http://www.anandalokfoundation.com/