ঝিনাইদহ-০৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলার রথুনাথপুর বাজারে ঝিনাইদহ-যশোর মহা-সড়কে রাখালগাছী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
সেসময় এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুর ইসলাম আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা ভাইচ চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, রায়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন অপু, সাকেব ভইচ চেয়ারম্যান রাশেদ শমসের, রাখালগাছী ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এমপি কন্যা ডরিন বলেন, আমি আমার বাবার হত্যার বিচার চাই। আপনারা আমার পাশে থাকবেন। প্রধানমন্ত্রী মমতাময়ী মা তিনি বলেছেন এর বিচার হবে।
এ সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার সাথে জড়িত অনেকে এখন পুলিশের তদন্তের ধরা পড়ছে। এছাড়াও যারা এখনও শনাক্ত বা গ্রেফতার হয়নি তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানানো হয় মানববন্ধন থেকে।