14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ সোমবার(৩জুলাই) রাশিফল ও  ভাগ্য পক্ষে রাখতে করণীয় জেনে নিন

ডেস্ক
July 3, 2023 6:58 am
Link Copied!

আজ সোমবার(৩জুলাই) রাশিফল ও  ভাগ্য পক্ষে রাখতে করণীয় জেনে নিন : চন্দ্র বৃহস্পতির রাশি ধনুতে সঞ্চার করবে। পাশাপাশি আজ পূর্বাষাঢ় নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ-নক্ষত্রের এই পরিবর্তনে ফলে কর্কট রাশির জাতকরা প্রিয় ব্যক্তির কাছ থেকে কোনও সুসংবাদ পাবেন। তুলা রাশির জাতকরা পর্যাপ্ত পরিমাণে অর্থ লাভ করবেন। আবার কুম্ভ রাশির জাতকরা ধর্ম ও আধ্যাত্মিকতায় মনোনিবেশ করলে লাভান্বিত হবেন। গ্রহের এই পরিস্থিতির ফলে সোমবারের ভাগ্য পক্ষে রাখতে করণীয় জেনে নিন।

​​ মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিনে সন্তানের তরফে হতাশাজনক সংবাদ পাবেন। এর ফলে মনে কষ্ট বাড়বে। ব্যবসায় লাভ অর্জনের জন্য তিক্ততাকে মাধুর্যে পরিণত করার শিল্প জানতে হবে। কোনও ব্যক্তির সম্পর্কে কিছু খারাপ লাগলে তা নিজের মধ্যে লুকিয়ে রাখুন। দীর্ঘদিন ধরে কোনও কাজ পুরো হওয়ার অপেক্ষা করে থাকলে আজ তা পূর্ণ হবে। রাতের বেলা প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ হবে। সেখানে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। প্রদোষকালে শিবলিঙ্গে মধুর ধারা নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিনে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা পূরণের বিষয়টি যত্ন সহকারে দেখবেন। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা বড়সড় সাফল্য লাভ করবেন। শাসনক্ষমতায় জোট গুরুত্ব পাবে। সরকারি চাকরির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রভাব বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। রাতে অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। এর ফলে অনাবশ্যক সমস্যায় পড়বেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ভাগ্য ৬০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। শিবলিঙ্গে তিল ও যব নিবেদন করুন। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের সঙ্গে জড়িত কোনও কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে জীবনসঙ্গী আপনার ওপর রেগে যাবেন। ব্যবসায় নতুন সুযোগ পাবেন। যা নিজের আলস্যের কারণে হারিয়ে ফেলবেন। তাই সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতকদের। প্রিয় ও মূল্যবান বস্তু হারিয়ে বা চুরি যেতে পারে। তাই যাত্রার সময় সাবধানতা অবলম্বন করুন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। ২১টি বেলপাতায় সাদা চন্দন লাগিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকরা আজ কোনও সম্পত্তির সওদা করে থাকলে, তা থেকে ভালো লাভ অর্জন করতে পারবেন। অংশীদারীত্বে ব্যবসার পরিকল্পনা করে থাকলে তা সম্পন্ন করতে পারেন। চাকরিজীবীরা বড়সড় সাফল্য লাভ করতে পারেন। চাকরিজীবীরা আধিকারিকদের সঙ্গে মতভেদে জড়াবেন। তাই বাণী মাধুর্য বজায় রাখুন। সন্ধ্যাবেলা প্রিয় ব্যক্তির কাছ থেকে সুসংবাদ পাবেন।
ভাগ্য পক্ষে রাখতে করণীয় : আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিবকে আটা, ঘি, চিনি দিয়ে তৈরি নৈবেদ্য নিবেদন করুন।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির ব্যবসায়ীরা সপ্তাহের প্রথম দিনেই আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বাণীর সৌম্যতা সমাজে মান-সম্মান প্রদান করবে। মানসিক জটিলতার কারণে ব্যবসায়িক লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। বাবার চোখের সমস্যা থাকলে আজ তা কষ্ট বাড়াবে। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কোনও প্রকল্পে লগ্নির পরিকল্পনা করে থাকলে অবশ্যই লাভ অর্জন করবেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করুন এবং শিব রক্ষা স্তোত্র পাঠ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। যে কাজ করার চিন্তাভাবনা করবেন, তা পূর্ণ হবে। এতে অবশ্যই লাভ অর্জন করতে পারবেন। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় সম্ভব। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। সম্পত্তি ক্রয়ের আগে সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখে নিতে পারেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সোমবারের উপবাস ও প্রদোষ কালে শিব চালিসা পাঠ করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিনে নিজের সমস্ত কাজ পুরো করবেন। ব্যবসায় দীর্ঘদিন ধরে চলতে থাকা লেনেদেনের সমস্যার সমাধান হবে। পর্যাপ্ত পরিমাণে অর্থ লাভের ফলে সুখকর অনুভূতি হবে। কারও সাহায্যের জন্য এগিয়ে আসবেন। কোনও কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে দিন ভালো। সন্ধ্যাবেলা যাত্রার পরিকল্পনা বাতিল হবে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সোমবারের উপবাস ও শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকরা পারবারিক ব্যবসার সমস্যা থেকে চিন্তিত হতে পারেন। এর ফলে আপনাদের মেজাজ খিটখিটে হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে তর্ক হতে পারে। আয় কমবে ও ব্যয় বাড়বে। তাই উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন। তা না-হলে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রদোষ কালে শিবের পুজো করুন ও কাঁচা চালে তিল মিশিয়ে দান করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির ব্যবসায়ীরা আজ শত্রুর কাছ থেকে প্রশংসা লাভ করবেন, যা আপনাকে চমকে দেবে। চাকরিতে কোনও মহিলা বন্ধুর সাহায্যে লাভ অর্জন করতে পারেন। কোনও ব্যক্তির সঙ্গে অবিস্মরণীয় সাক্ষাৎ হতে পারে। শ্বশুরবাড়ির কোনও ব্যক্তির কাছ থেকে ভালো অর্থ লাভের যোগ রয়েছে। সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। সোমবারের উপবাস করুন ও সকাল-সন্ধ্যা শিব চালিসা পাঠ করবেন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা আজ পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করবেন। চাকরিজীবীরা এ সময়ে ভালো সুযোগ পাবেন। এর পলে তাঁরা নিজের আর্থিক পরিস্থিতি মজবুত করতে পারবেন। সন্ধ্যাবেলা প্রতিবেশীর সঙ্গে বিবাদ হলে সতর্ক থাকুন। মা-বাবার বিশেষ যত্ন নিন। কারণ তাঁদের পেটে ব্যথা, মাথাব্যথা, গ্যাস, বদহজম হতে পারে। রাতে বাড়িতে অতিথি আগমন হবে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ভাগ্য আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। প্রদোষকালে শিবলিঙ্গের পুজো ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​: কুম্ভ রাশির জাতকরা বরিষ্ঠদের পরামর্শে ব্যবসায় আগত সমস্যার সমাধান করতে পারবেন। আপনার ব্যবহারের কারণে কারও সঙ্গে মতভেদ হতে পারে। তাই বিবাদ এড়িয়ে যান। স্বাস্থ্য দুর্বল থাকবে। প্রতিকূল সংবাদ শুনে আকস্মিক যাত্রা করতে হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে অতীত বিষয় আলোচনা করবেন।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সোমবারের উপবাস ও রুদ্রাক্ষ মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির জাতকদের সপ্তাহের প্রথম দিনে সন্তানের কারণে চিন্তিত থাকবেন। আত্মীয়দের সঙ্গে লেনদেনের কথা চিন্তা করে থাকলে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। তাই ভেবেচিন্তে লেনদেন করুন। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের বাধা সমাপ্ত হবে। ধর্মীয় যাত্রা ও ধর্মকর্মের কাজে ব্য়য় হবে। সন্ধ্যা নাগাদ কোনও দামী জিনিস চুরি যেতে পারে।

ভাগ্য পক্ষে রাখতে করণীয় : আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব পুজো ও অসহায়কে চাল দান করুন।

http://www.anandalokfoundation.com/