14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা দিবস

ডেস্ক
June 7, 2024 8:34 am
Link Copied!

আজ ৭ জুন বাংলাদেশে ৮ম সংশোধনীতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামঘোষণা দিবস। ১৯৮৮ সালের ৭ জুন সামরিক শাসক হোসেন মোঃ এরশাদের মাধ্যমে সংবিধানের ৮ম সংশোধনীতে  ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করা হয়। মানুষের ধর্ম থাকে; রাষ্ট্রের নয় তাইতো যে দেশের রাষ্ট্রধর্ম রয়েছে সে দেশের মানুষকে ধর্ম সুরক্ষা দিতে ব্যর্থ। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১২ই অক্টোবর “ধর্মনিরপেক্ষতা” প্রশ্নে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন যেখানে তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। তাতে বাংলার সাড়ে সাত কোটি মানুষের “ধর্ম, কর্ম” পালন করার অধিকার রয়েছে। আমরা আইন করে ধর্ম নিষিদ্ধ করতে চাইনা এবং কবর না। তাদের বাধা দিবার ক্ষমতা এই রাষ্ট্রের নেই। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তাদের কেউ বাধা দিবেনা। আমাদের শুধু আপত্তি হল, ধর্মকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেনা । ধর্ম অতি পবিত্র জিনিস।”

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়। বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি হচ্ছে —ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র।বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রধান মূল ভিত্তি ধর্ম নিরপেক্ষতা। এই ভিত্তিটি সরিয়ে ফেলে জিয়াউর রহমান। জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে বৈধতা দানসহ সংবিধানে ৫ম সংশোধনীর মাধ্যমে “বিসমিল্লাহির-রাহমানির রাহিম” সংযোজন করা হয়। সংসদ নেতা শাহ আজিজুর রহমান ‍উত্থাপিত বিলটি ২৪১-০ ভোটে পাস হয়। এবং ১৯৮৮ সালের ৭ জুন সামরিক শাসক হোসেন মোঃ এরশাদের মাধ্যমে সংবিধানের ৮ম সংশোধনীতে  ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ঘোষণা করা হয়।

যদিও এই পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানানোর জন্যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ব্যবহার করে। তৎকালীন সময়ে যার বিরোধীতা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি-জামাতও এর বিরোধীতা করে। পরবর্তীকালে বিএনপি-জামাত জোট ও আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা লুটতে এরশাদকে অনুকরণ করে রাষ্ট্রধর্ম চালু রাখে।

অষ্টম সংশোধনী গুলো নিম্নরূপ:-

১। সংবিধানে নতুন  ২ক অনুচ্ছেদের সন্নিবেশ। ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম ধর্ম ঘোষিত হয়। ২। ৩০ ও ৬৮ অনুচ্ছেদে সংশোধন করা হয়। অষ্টম সংশোধনের মূল লক্ষ্য ছিলো ১০০ অনুচ্ছেদ।

অনুচ্ছেদ ১০০ এর-

(১) এই অনুচ্ছেদ সহপক্ষে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকিবে।

(২) হাইকোর্ট বিভাগ ও উহার বিচারকগণ সুপ্রিম কোর্টের স্থায়ী আসনে এবং উহার স্থায়ী বেঞ্চগুলির আসনসমূহে আসনগ্রহণ করিবেন।

(৩) কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, যশোর, রংপুর এবং সিলেটে হাইকোর্ট বিভাগের একটি করিয়া স্থায়ী বেঞ্চ থাকিবে এবং প্রধান বিচারপতি সময়ে সময়ে যেরূপ নির্ধারণ করিবেন প্রত্যেক স্থায়ী বেঞ্চের সেইরূপ স্থায়ী বেঞ্চ থাকিবে।

(৪) প্রত্যেক স্থায়ী বেঞ্চে আসন গ্রহণের জন্য প্রধান বিচারপতি সময়ে সময়ে যেরূপ সংখ্যক হাইকোর্ট বিভাগের বিচারক মনোনয়নের প্রয়োজন বোধ করিবেন সেইরূপ সংখ্যক বিচারক লইয়া স্থায়ী বেঞ্চটি গঠিত হইবে এবং উক্তরূপ মনোনয়নের পর মনোনীত বিচারকগণ বেঞ্চটিতে বদলি হইয়াছেন বলিয়া গণ্য হইবেন।

(৫) রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে যে এলাকা সম্পর্কে প্রতিটি স্থায়ী বেঞ্চের এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর অর্পিত বা অর্পিত হইতে পারে এইরূপ এখতিয়ার, ক্ষমতা বা দায়িত্ব নির্দিষ্ট করিবেন এবং যে এলাকা ঐভাবে নির্দিষ্ট করা হয় নাই এলাকা সম্পর্কেই সুপ্রিম কোর্টের স্থায়ী আসনে আসীন হাইকোর্ট বিভাগের উত্তরূপ এখতিয়ার ক্ষমতা ও দায়িত্ব থাকিবে।

(৬) প্রধান বিচারপতি স্থায়ী বেঞ্চগুলি সম্পর্কিত সকল আনুষঙ্গিক, সম্পূরক বা অনুবর্তী বিষয়ে বিধি প্রণয়ন করিবেন।

একই কারণে সংবিধানের ১০৭ অনুচ্ছেদের (৩) দফারও পরিবর্তন আনা হয় ।

সংবিধানের অষ্টম সংশোধনীর ১০০ অনুচ্ছেদটি মহামান্য আদালত এখতিয়ার বহির্ভূত ও অকার্যকর ঘোষণা করেন। বিসিআর ১৯৮৯ (এডি) ভলিউম-৯। অষ্টম সংশোধনীর প্রধান উদ্দেশ্য ছিলো সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন স্তিমিত করা এবং জনরায়কে ভিন্নখাতে প্রবাহিত করা। রাষ্ট্রধর্ম ইসলাম করে সরকার এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সমর্থন পেতে চেয়েছেন। একই সাথে বহিঃবিশ্বের মুসলমান দেশগুলোর সরকারের প্রতি সমর্থন আদায়ের একটি কৌশল হিসেবে গ্রহণ করা হয়।

একই সাথে ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করে সরকার জনগণের দোরগোড়ায় বিচার ব্যবস্থাকে এনেছে এরকম একটি ক্রেডিট পেতে চেয়েছিলেন। কিন্তু ভোট কারচুপি করে ক্ষমতায় অধিষ্ঠিত একটি সরকার শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিলো বিধায় সংসদের ভেতরে এবং বাইরে সর্বত্রই এরশাদ সরকার স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

অন্যদিকে সেনাবাহিনীও সরকারের জনসমর্থন মেপে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। সামরিক হস্তক্ষেপের মাধ্যমে হঠাৎ করে ক্ষমতায় আসা এবং ক্ষমতা পাকাপোক্ত করে টিকে থাকা এরশাদ সরকারের জন্য একটি জটিল রাজনৈতিক অবস্থার সৃষ্টি করে। কারণ তার সতীর্থ সেনাবাহিনীর ক্ষমতাধারী কর্মকর্তাগণ সরকারের মুখ থুবড়ে পড়ার আশঙ্কা যথাসময়ে অনুমান করতে পেরেছিলেন।

মানুষের ধর্ম থাকে; রাষ্ট্রের নয়। তারপরও বিশ্বের ৮০টির বেশি দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রধর্মের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। এর মধ্যে ২৭টি দেশে ইসলাম সাংবিধানিকভাবে রাষ্ট্রধর্ম আর ১৩টি দেশে রাষ্ট্রধর্ম খ্রিষ্ট। দুটি দেশে বৌদ্ধ ধর্ম হচ্ছে রাষ্ট্রধর্ম আর ইসরায়েলের রাষ্ট্রধর্ম ইহুদি। এগুলো সেসব দেশ সাংবিধানিকভাবে স্বীকার করে নিয়েছে। এর বাইরে অনেক দেশের সংবিধান কোনো ধর্মকে সরাসরি রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা না করলেও বিশেষ একটি ধর্মকে অন্য ধর্মের ওপরে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ পরোক্ষভাবে সেসব দেশেও রাষ্ট্রধর্ম আছে বলে মনে করা হয় (পিউ রিসার্চ সেন্টারের গবেষণাপত্র, ৩ অক্টোবর ২০১৭)।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে রাষ্ট্রধর্ম আছে চারটি দেশে- বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। এসব দেশের সংবিধানে ইসলামকে সরাসরি রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। ভুটান ও শ্রীলঙ্কার সংবিধানে বৌদ্ধ ধর্মকে সরাসরি রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা না হলেও বৌদ্ধ ধর্মকে অন্য ধর্মের ওপরে স্থান দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার বাকি দুটি দেশ ভারত ও নেপালের সংবিধানে রাষ্ট্রধর্মের বিধান নেই।

অবশ্য ২০১৫ সালে নেপালে হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হলেও সেটি বাতিল করা হয় এবং এই ইস্যুতে হিন্দুদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় (যুক্তরাষ্ট্র সরকারের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক রিপোর্ট, ২০১৫)।

পাকিস্তানের সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে- ‘পাকিস্তানের রাষ্ট্রধর্ম হবে ইসলাম।’ বাংলাদেশেও রাষ্ট্রধর্মের বিধান রয়েছে সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদে। যদিও সাবেক প্রধান বিচারপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের দাবি, বাংলাদেশ রাষ্ট্রধর্মের ধারণাটি নিয়েছে মালয়েশিয়ার কাছ থেকে (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, আইনবিষয়ক প্রবন্ধাবলি, পৃষ্ঠা ৫১৫)।

বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম সম্পর্কিত অনুচ্ছেদে বলা হয়েছে- ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন।’ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময়ে বাক্যটি পরিবর্তন করা হয়। যখন সংবিধানে এই অনুচ্ছেদ যুক্ত করা হয় তখন বাক্যটি ছিল এ রকম- ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাইবে।’ তার মানে পঞ্চদশ সংশোধনীর সময় রাষ্ট্রধর্মের বিধানটি বাতিল করা না হলেও কিছুটা সর্বজনীন করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এখানে ইসলাম রাষ্ট্রধর্ম হলেও অন্য ধর্মের সমঅধিকার নিশ্চিত করার বিষয়টি রাষ্ট্রের কর্তব্য বলে ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইস্যুটা শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ১৯৮৮ সালে এইচএম এরশাদ সংবিধান সংশোধন করে এই বিধান যুক্ত করার পরেই এটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক। যদিও ২০১৬ সালের ৮ মার্চ রিটটি খারিজ হয়ে যায়। ওদিকে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে মালদ্বীপের সংবিধান বলছে- মালদ্বীপের সব আইনের অন্যতম ভিত্তি হবে ইসলাম এবং সে দেশে ইসলামবিরোধী কোনো আইন করা হবে না।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রাষ্ট্রধর্ম ইস্যুতে সবচেয়ে কট্টর আফগানিস্তানের সংবিধান। দেশটির সংবিধানের শুরুতে অর্থাৎ প্রস্তাবনায় লেখা হয়েছে- ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। এটি বাংলাদেশের সংবিধানের প্রায় অনুরূপ। দেশটির সংবিধানের ২ অনুচ্ছেদে বলা হয়েছে- আফগানিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম এবং আইনি বিধিনিষেধ মেনে অন্য ধর্মের লোকেরা ধর্ম পালন করতে পারবেন। তার মানে, ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষ আফগানিস্তানে ধর্ম পালনে স্বাধীন নন।

ভুটানের সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে- বৌদ্ধ ধর্ম হলো ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্য, যা শান্তি, অহিংসা, সহানুভূতি ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করে। ভুটানের রাজাকে সব ধর্মের রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিত্বরা রাজনীতির ঊর্ধ্বে থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

শ্রীলঙ্কার সংবিধানের ৯ অনুচ্ছেদে বলা হয়েছে- শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মকে সর্বাগ্রে স্থান দেবে এবং বৌদ্ধ ধর্মের সুরক্ষা রাষ্ট্রের কর্তব্য। তবে এর পরের অনুচ্ছেদেই বলা হয়েছে- প্রত্যেক ব্যক্তির চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতার অধিকার রয়েছে।

ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদে বলা হয়েছে- প্রত্যেক নাগরিকের বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম পালন, অনুশীলন ও প্রচারের সমান অধিকার রয়েছে।

সাংবিধানিকভাবে পাকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু সে দেশে ধর্মের নামেই সবচেয়ে বেশি সহিংসতা হয়। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে এমনকি মসজিদের ভেতরে বোমা হামলা লিখে গুগলে সার্চ দিলে পাকিস্তানের অসংখ্য খবরের শিরোনাম দৃশ্যমান হবে। একটা সময় পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, শুক্রবার মানেই দেশটির কোথাও না কোথাও বোমা হামলায় অসংখ্য মানুষের প্রাণহানি। তার মানে, ধর্ম সে দেশের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ।

বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার দিন

http://www.anandalokfoundation.com/