আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী উত্তর মুনশীর তালুক গ্রামের খোকন পান্ডের মেয়ে প্রমি পান্ডে (৬) খেলা করতে গিয়ে গতকাল বুধবার সকালে সবার অজান্তে ঘরের পাশের ডোবায় পড়ে যায়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুজির পর ডোবা থেকে প্রমি পান্ডেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রমি পান্ডেকে মৃত্যু ঘোষনা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।