14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় নারী ভোটারের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে স্থগিত দু’টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন

admin
October 31, 2016 5:16 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  কঠোর নিরাপত্তায় নারী ভোটারের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় স্থগিত হওয়া দু’টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। দুটি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য দুই জন ম্যাজিষ্ট্রেট পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করে নির্বাচন কমিশন।

বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৩০৯২জন। বিকেল চারটা পর্যন্ত ২১শ ব্যালট বুথে ছাড়া হয়েছে। এ কেন্দ্রে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী তারিক সালমন ভোট গ্রহন শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করছিলেন। তার সাথে ছিলেন রিটার্নিং অফিসার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার উদ্দিন। ওই কেন্দ্রে সংরক্ষিত মহিলা প্রার্থী হাফিজা ইয়াসমিনের এজেন্ট তার দেবর বুলু পাইক বুথে বসে একাধিকবার মোবাইল ফোনে বিভিন্ন জনের সাথে কথা বলার কারণে তার মোবাইল ফোন বিনস্ট করে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী তারিক সলমান। ওই কেন্দ্রে ভোটার না হয়েও ভোট দিতে কেন্দ্রে জাল ভোট দিতে যাওয়ায় ৩ জনকে পিটিয়েছে  পুলিশ।

বাগধা ইউনিয়নের ৬নং ওয়ার্ড প্রত্যন্ত এলাকা আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. কামরুজ্জামান জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২৯২১জন। প্রিসাইডিং অফিসার জানান, বিকেল চারটা পর্যন্ত ২হাজার ২৮টি ব্যালট বুথে ছাড়া হয়েছে। ওই কেন্দ্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদার ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। তার সাথে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সেলিম রেজা। ওই কেন্দ্রে সদস্য প্রার্থী মেহেদী হাসান মিথুন এর এজেন্ট ছিলেন ওই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সস্পাদক ইউনুস আলী মিয়া। বুথে বসে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করলেও তা না শোনায় তার মোবাইল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদার।

প্রসংগত, প্রথম ধাপের ২২মার্চ নির্বাচনে উল্লেখিত দু’টি কেন্দ্রে বিশৃংখলার জন্য নির্বাচন স্থগিত করা হয়। চেয়ারম্যান ব্যাতীত শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গননা চলছিল।

http://www.anandalokfoundation.com/