ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত (১,২,৩) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ি ১ থেকে ৪ সেপ্টেম্বর ছিল মনোয়নপত্র ক্রয়, ৫ সেপ্টেম্বর মনোয়নপত্র জমা দানের শেষ তারিখ, ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংরক্ষিত (১,২,৩) আসনের উপ-নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন। উক্ত ওয়ার্ডের যে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আঞ্জুয়ারা বেগম , মোছাঃ শাবানা আক্তার শিখা, মোছাঃ আনোয়ারা খাতুন, পারুল বেগম, ছবি রানী দেবনাথ ও মোছাঃ মমতাজ বেগম। সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১১ হাজার ৫২৬ জন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, গত ১৭/০৬/২০১৬ ইং তারিখে কালীগঞ্জ পৌরসভার উক্ত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম মৃত্যু বরণ করলে আসনটি শূণ্য হয়। ওই আসনে আগামী ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।