বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অনুষ্ঠিত“Fire Safety and Security Issues in Bangladesh : Challenges and Way Forward” বিষয়ে গোলটেবিল বৈঠকে অগ্নিনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিষয়ে উপস্থিত বিশেষজ্ঞগণ।
আজ শনিবার সকাল ১০-৩০ ঘটিকায়বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)মিলনায়তনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতহয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জনাব মোঃসাঈদ খোকন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ ব্যক্তিরা এতে অংশগ্রহণ করে তাদের মূল্যবান মতামত উপস্থাপনকরেন।
বৈঠকের শুরুতে পাওয়ার পয়েন্টে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি (অবঃ)। তিনি গত ৫ বছরের অগ্নি দুর্ঘটনার তথ্য তুলে ধরে অগ্নি নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো এবং তার সম্ভাব্য সমাধান তুলে ধরেন এবং এ বিষয়ে উপস্থিত বিশ্লেষকদের মতামত প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক নাইমুলইসলামখান বলেন, একটি গোল টেবিল বৈঠক করে সমস্যা চিহ্নিত করলেই কিন্তু সরকারি পর্যায় থেকে তার সমাধান প্রত্যাশা করা উচিত হবেনা। এ ধরনের উদ্যোগ থেকে কার্যকর সফলতা পাওয়ার জন্য বৈঠকের মতামাতগুলো সমন্বিত করে পরবর্তী কার্যকর ব্যবস্থা হিসেবে সরকারি সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব প্রেরণ এবং তা ফলোআপ করা প্রয়োজন।
প্রয়োজনে এ ধরনের বেঠক দিনব্যাপী করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, জীবনের অপরিহার্য বিষয়ে সাসটেইনেবল উন্নতি নিশ্চিত করতে প্রয়োজনে সরকারের শীর্ষ পর্যায় এমনকি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়া দরকার।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবাবিভাগের অতিরিক্ত সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, সেই ১৯৮২ সালের মহকুমা সেটআপে থাকা ফায়ার সার্ভিসের জনবলকাঠামো দিয়ে বর্তমান বিশ্বায়নের যুগে আমরা যে উন্নত দেশের স্বপ্ন দেখছি সেখানেপ্রবেশকরাযাবেনা। সরকারিপর্যায় থেকে তাই আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেরিফর্ম করার উদ্যোগ গ্রহণ করেছি। এর সেবাক্ষেত্র বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকবে।
ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি)-এর স্থপতি মোবাশ্বের হোসেইন বলেন, ঢাকা শহরের মাটির নিচে অপরিকল্পিতভাবে জালের মতো গ্যাসের লাইন ছড়িয়ে আছে। এর সঠিক ম্যাপ সংরক্ষণ করা হয়নি। দীর্ঘদিন ধরে এটি রক্ষণাবেক্ষণ বা পরিবর্তন করা হয়নি। ফলে যে কোনো সময় ভূমিকম্পের ফলে এর বিভিন্ন স্থানে একই সাথে আগুন ধরে পুরো শহরকে একটি অপ্রত্যাশিত ও ভয়াবহ বিপদের মধ্যে নিপতিত করতে পারে। এজন্য এই গ্যাসলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে অনতিবিলম্বে এখানে নিয়ন্ত্রণব্যবস্থা বাসার্কিটসিস্টেম স্থাপন করা জরুরি।
উপস্থিত বিশ্লেষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোঃসাঈদ খোকন বলেন, সকল বিশ্লেষকদের মতামত একটিওয়ার্ক পেপারে সন্নিবেশ করে সরকারি পর্যায়ে জমা দেয়া প্রয়োজন। এক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার করণীয় সকল কিছু তিনি আন্তরিকতার সাথে করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি আধুনিক ভবন ও শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বিদ্যমান বস্তিবাসীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে যুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, অগ্নি দুর্ঘটনার কারণে শেষ সম্বল হারিয়ে আমাদের দেশের বস্তিবাসীরা বারবার খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। আগের তুলনায় বস্তির আগুনে মারা যাওয়ার সংখ্যা আশানুরূপভাবে কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালনকারী ফায়ারসার্ভিস ও অন্যান্য প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারার অব্যাহত রাখার পরামর্শ দেন।
তিনি বলেন, আমরা এ সপ্তাহেই পুরান ঢাকায় এখনো বিদ্যমান কেমিক্যাল গুদামগুলোতে ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবো। আমরা চাই, নিয়ম মেনে ব্যবসা করা সকলকে সহযোগিতা করতে; আর অনিরাপদত ও আইন না মেনে ব্যবসা করা ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসতে।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম জোনঅপারেটর) জনাব কৃষ্ণপদ রায়, ভিস্তারা আর্কিটেক্ট-এর প্রধথান স্থপতি মুস্তাফা খালিদ, ভলিউম জিরোলিঃ-এর প্রধান স্থপতি মোঃ ফয়েজ উল্লাহ, ঢাকা ওয়াশার প্রধান প্রকৌশলী মোঃ কামরুল হাসান, আরবান রেজিয়েলেন্স প্রকল্পের প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর (সদস্য, উন্নয়ন নিয়ন্ত্রণশাখা) মোঃসাঈদ নূর আলম, সুপারিনটেনডেন্ট ইঞ্জনিয়ার প্রকৌশলী সৈয়দ মাহবুব মোরশেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মোঃআশিকুর রহমান, ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান, তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী মোঃআনোয়ার পারভেজ, আইএবির প্রকৌশলী মোঃ হামিদুলহক, বাংলাদেশ এক্সপোর্ট জোন অথরিটি (BEZA)-এর উপ পরিচালক সালেহ আহমেদ, আইবির প্রকৌশলী আব্দুল মালেক শিকদার, ব্র্যাক ইউনিভার্সিটির সেফটি প্রধান ক্যাপ্টেন শাহনাজ (অবঃ) ও কলকারখানা অধিদপ্তরের এআইজি (সেফটি) প্রকৌশলী ফরিদ আহমেদ। বক্তারা অগ্নি নিরাপত্তার মতো জীবন ঘণিষ্ঠ জরুরি বিষয়টিতে সরকারের সংশ্লিষ্টসকল দপ্তর ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
গোল টেবিল বৈঠকটির মডারেটর ছিলেন ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি অব বাংলাদেশ (ইসাব)-এর প্রেসিডেন্ট মোঃ মোতাহার হোসেন খান। ইসাবের পক্ষ থেকে এ সময় পরিচালক জাকির উদ্দিন আহমেদ, প্রকৌশলী মঞ্জুর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গোলটেবিল সভার পর একই ভেনুতে অগ্নিনিরাপত্তা বিষয়ে পরপর দুটি সেমিনারের আয়োজন করা হয়।