13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২১ বিঘা জমির পিয়াজ ও রসুন ফসলের ক্ষতি

admin
February 15, 2019 4:35 pm
Link Copied!

কামারখালী প্রতিনিধিঃ ফরিদপুর   জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন রুপাতলা মাঠে চিনিরুদ্দিন মন্ডলের ছেলে সহিদ মন্ডলের প্রায় ২১ বিঘা জমির পিয়াজ ও রসুনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে মাঠে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতির আলামত পাওয়া যায়। এ ব্যপারে সহিদ মন্ডলের সাথে আলাপ করে জানা যায় তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া থেকে এসে ডুমাইন মাঠ পাড়া বাড়ী করেছেন। এরপর থেকে নাড়–য়া গ্রামের বিভিন্ন লোকের টাকা দিয়ে ডুমাইন গ্রামের কিছু লোকের জমি লিজ নিয়ে পিয়াজ ও রসুন আবাদ করে জীবিকা নির্বাহ করে। যাহা কিছু লোক সহ্য করতে পারছেনা। প্রতিদিনের  ন্যায় তিনি গত বুধবার ও বৃহস্পতি বার ফসল দেখতে গেলে গিয়ে দেখতে পান তার প্রায় ২১ বিঘার মত জমিতে লাগানো পিয়াজ ও রসুন কে বাকাহারা কীটনাশক ঔষধ স্প্রে করে ফসলের ক্ষতি করেছে। যাহার আনুমানিক মূল্যে প্রায় ১০(দশ) লক্ষ টাকা। তবে তার ক্ষতির ব্যপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন জমি লিজ নেওয়ার সময় প্রতি পক্ষের সাথে বিরোধ থাকায় মনে হয় শত্রুতার জের ধরে তারা আমাকে এত বড় সর্বনাশ করেছে। তবে ফসলের ক্ষতির ব্যপারে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) ও আশে পাশে সবাইকে জানানো হয়েছে। পরবর্তীতে মামলা করবেন বলে আভাস পাওয়া যায়।

http://www.anandalokfoundation.com/