স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়া এলাকায় সেতু অতিক্রমের সময় একটি বাস নদীতে পড়ে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার কর্মকর্তারা জানিয়েছেন, পর্তুগালের সীমান্তবর্তী ভিগো নগরীর কাছে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
আঞ্চলিক লাভোজ ডি গালিসিয়া সংবাদপত্র জানায়, গালিসিয়ার কেন্দ্রস্থলের মন্টাসরোসোর কারাগারে থাকা স্বজনকে দেখতে যাওয়া ব্যক্তিদের ওই বাসে করে বহন করা হচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী বাসের চালকসহ দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিভিল গার্ডের এক মুখপাত্র জানান, জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর দুইজনের লাশ উদ্ধার করে। এরআগে, রোববার রাতে আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়। বাসটিতে আট কিংবা নয়জন যাত্রী ছিল বলে কর্মকর্তারা ধারণা করছেন।