13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রীতি ভলিবল ম্যাচের খেলা অনুষ্ঠিত-২১

নিউজ ডেস্ক
December 29, 2021 9:10 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মঙ্গলবার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব,বস্ত্র ও পাট মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা,সংগঠনের উপদেষ্টা মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এর সাবেক মহাপরিচালক ও অত্র সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড.এস,এম ওয়াহিদুজ্জামান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসীন আলী বাচ্চু ,ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান মোল্যা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য,বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশনুল ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহমেদ টোকন, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন মোল্যা, সাবেক চেয়ারম্যান শাহ আছাদুজ্জামান তপন, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক লিয়া, বিশিষ্ট সমাজসেবক, বীরমুক্তিযোদ্ধা বাবু শ্যামলেন্দু বসু প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ,বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ ছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

http://www.anandalokfoundation.com/