13yercelebration
ঢাকা

সালথার সংঘর্ষ-ভাংচুর নিয়ন্ত্রনে জাকের পার্টি কাজ শুরু করেছে ঃ যাদু মিয়া

admin
February 3, 2018 10:57 pm
Link Copied!

আবু নাসের হুসাইন: ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান যাদু মিয়া বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান সাহেবের উত্তসুরী পীরজ্বাদা আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশে ফরিদপুরের সালথার সংঘর্ষ ও ভাংচুর নিয়ন্ত্রনে জাকের পার্টি কাজ শুরু করেছে। আমরা খুব শিগ্রই সালথা উপজেলার একাধিক স্থানে জনসচেনতামুলক সভা করবো। জাকের পার্টি কখনও সংঘর্ষ, মারামারী-হানাহানি পছন্দ করে না। জাকের পার্টি শান্তির দল। জাকের পার্টির নেতৃত্বে আগামী এক বছরে মধ্যে সালথা থেকে সংঘর্ষ বন্ধ করা সম্ভব। সকলের সহযোগিতা নিয়ে আমরা সালথার সংঘর্ষ নিয়ন্ত্রন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
শনিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টির আয়োজিত বিশ্ব উরস শরীফ ২০১৮ উপলক্ষে কাউলিকান্দা স্কুল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাকের পার্টিকে বাদ দিয়ে কোন দল ক্ষমতায় আসতে পারবে না। জাকের পার্টি আজ সারা বাংলাদেশে সু-সংগঠিত। আসছে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০১৮ বিশ্ব জাকের মঞ্জিলে সকলে কাধে কাধ মিলিয়ে ধুমধামের সাথে খেদমত করতে পারি– আমীন।

উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি সাহিদ আলী সিকদার, আ: মান্নান মাষ্টার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, ওলামাফ্রন্টের সভাপতি নুরুদ্দীন মোল্যা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল।

http://www.anandalokfoundation.com/