আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা বল্লভদি ইউনিয়নে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা থানার উদ্যোগে বুধবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করেন ইউনিয়ন পরিষদ।
ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার, নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, তদন্ত অফিসার সুব্রত গোলদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ মোল্যা, সালথা থানার এস.আই মমিনুর রহমান, বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ এমদাদ ফকির, আওয়ামী লীগ নেতা দেলোয়ার মোল্যা, পল্লী চিকিৎসক আক্তার হোসেন, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত সভায় বক্তারা বলেন, আপাতত বল্লভদি ইউনিয়নে দাঙ্গা মারামারী নেই বল্লেই চলে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক ও চোরা কারবারীকে শক্ত হাতে দমন করতে হবে। বাল্যবিয়ে থেকে সরে আসতে হবে। আইনশৃঙ্খলা সমূন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।