13yercelebration
ঢাকা

সাতক্ষীরায় নানা আয়োজনে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ পালিত 

Link Copied!

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালি জাতির পুরাতন ইতিহাস ও লোকজ ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার সকাল জাতীয় সংগীত ও বৈশাখের গান মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
 এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সহ জেলা বিভিন্ন দপ্তরের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
মঙ্গল শোভাযাত্রায়  বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন এবং শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩ দিন ব্যাপী বৈশাখি মেলা অনুষ্ঠিত হবে।
http://www.anandalokfoundation.com/