13yercelebration
ঢাকা

সবচেয়ে ফাস্ট অ্যানড্রয়েড স্মার্টফোন

admin
July 24, 2016 2:38 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর দ্রুত গতির অ্যানড্রয়েড স্মার্টফোন নাকি ‘জোপো স্পিড ৮’। ফোনটি বাজারে এনেছে জোপো মোবাইল কোম্পানি। সম্প্রতি এটি ভারতের বাজারে লঞ্চ করেছে।

একটি ফোন কতটা গতির হবে সেটা মূলত নির্ভর করে ফোনের প্রসেসর এবং কত বেশি র‌্যাম তার উপর। আর এ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডেকা-কোর প্রসেসর হেলিও এক্স ২০ প্রসেসর যা এই ফোনের মূল ইউএসপি।

সাধারণত অ্যানড্রয়েড ফোনগুলোতে অক্টা-কোর প্রসেসর থাকে। পারফরমেন্সের দিক দিয়ে ডেকা-কোর প্রসেসর অক্টা-কোরের চেয়ে উন্নত।

জোপো মোবাইলের ব্র্যান্ড ম্যানেজার চার্লস বার্ড জানান, এই প্রথম কোনো অ্যানড্রয়েড স্মার্টফোনের হার্ডওয়্যারে ব্যবহার করা হল ডেকা-কোর প্রসেসর। তাই এটিই পৃথিবীর দ্রুততম স্মার্টফোন।

গত বুধবার থেকেই ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। যার দাম ৩০ হাজার টাকার মতো।

এবার দেখে নিন কী কী আছে এই ফোনটিতে— 
স্ক্রিন : . ইঞ্চি।
ডিসপ্লে : ১৯২০ x ১০৮০ ফুল এইচডি। 
র‌্যাম : জিবি।
৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ডুয়াল ন্যানো সিম ফোরজি সাপোর্ট।
কম্পাস বা ম্যাগনেটোমিটার সেন্সর।
ক্যামেরা : ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। যাতে রয়েছে সোনিন আইএমএক্স২৩০ সেন্সর এবং ডুয়ালএলইডি ফ্ল্যাশ। মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফ্ল্যাশসহ ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এই ফোনের পিছনদিকে।
এছাড়া রয়েছে এনএফসি ট্যাগ অর্থাৎ আশপাশের এনএফসি সেন্সর থাকলে রেসপন্ড করবে এই ফোন
অ্যানড্রয়েড মার্শমেলো ভার্সন।
৩৬০০ এমএএইচ ব্যাটারি এবং রয়েছে টাইপসি ইউএসবি তাই চার্জিংও হবে খুবই দ্রুত

http://www.anandalokfoundation.com/