সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার(২৬ আগষ্ট) সকালে উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সড়কের দুপাশে ফুটপাত দখল করে থাকা এসব স্থাপনা উচ্ছেদ করা সহ দখলদারকে মালামাল সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন,শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।
উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের দখল অপসারণ, কিছু হোটেল ব্যবসায়ীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা বিষয়ে সতর্ক করণ করা হয়। এ সময় একজন ঔষধ ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার জন্য জরিমানা করা হয়।