13yercelebration
ঢাকা

শোক দিবসে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজন

admin
August 15, 2015 8:15 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ শাহাদাত বার্ষিকী পালিত হয়।দিবসটি উপলক্ষ্যে  শনিবার(১৫আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি.বে-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এছাড়া র‌্যালী,আলোচনা সভা,চিত্রাঙ্কন,রচনা লিখন,বঙ্গবন্ধুর ভাষন বলা প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর  থেকে একটি র‌্যালী বের হয়।র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।র‌্যালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।র‌্যালী শেষে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় প্রমুখ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যাংক ,গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে চিত্রাঙ্কন ,রচনা লিখন,বঙ্গবন্ধুর ভাষন বলা প্রতিযোগিতা ,হামদ,নাথ ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে দিনটি পালন করে। এউপলক্ষ্যে ঠাকুরগাঁও কেন্দ্রী জামে মসজিদসহ সব মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দির ,গিজায় বিশেষ প্রার্থনা করা হয়।

http://www.anandalokfoundation.com/