13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিমুল হত্যার বিচার দাবিতে সমকাল সৃহৃদ মেহেরপুরের মানববন্ধন সংহতি প্রকাশ গাংনী ও মুজিবনগর প্রেসক্লাবের

admin
February 5, 2017 11:49 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০২-১৭): সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সমকাল সুহৃদ মেহেরপুর শাখা সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। এসময় পৃথক ব্যানার নিয়ে মানবন্ধনে অংশ নেন গাংনী ও মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকরা।

রবিবার সকাল সাড়ে নয়টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে  নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে বিচার দাবি করে বিবৃতি দিয়েছেন, সমকাল সুহৃদ সভাপতি সহকারী অধ্যাপক এনামুল আযিম, সেক্রেটারী অধ্যক্ষ ফজলুল হক,রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান.  উপদেষ্টা কামরুজ্জামান, যুগান্তর প্রতিনিধি তোযাম্মেল আযম, বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি আনিসুজ্জামান মেন্টু, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সেক্রেটারী শেখ শফিউদ্দীন, চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক খবর প্রতিনিধি মেহের আমজাদ, আর,টিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান, সময় টিভি প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, লোকসমাজ প্রতিনিধি জি,এফ, মামুন লাকি, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাহবুবুল হক পোলেন,  যমুনা টিভি প্রতিনিধি রামিজ আহসান, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, বৈশাখী টিভি প্রতিনিধি হামিদুর রহম্না কাজল, এনটিভি প্রতিনিধি রেজা আন-নূর তাপস,৭১ টিভি প্রতিনিধি আসিফ ইকবাল, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, মানবকণ্ঠ প্রতিনিধি মুজাহীদ মুন্না,এটিএন বাংলা ও এটিএন নিউজ সংবাদতাতা উম্মে ফাতেমা রোজিনা, নতুন খবরের জেলা প্রতিনিধি হাসনাত জামান সহ সাংবাদিকরা।

http://www.anandalokfoundation.com/