13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা সাংসদের

admin
September 28, 2018 11:41 pm
Link Copied!

নওগা প্রতিনিধিঃ শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রধান চ্যালেঞ্জিংগুলো চিহিৃতকরণ ও সুপরিশমালা তুলে ধরা এবং সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষে আত্রাই উপজেলার সকল স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

২৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় আত্রাই উচ্চবিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম ।

মতবিনিময় সভায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ছানাউল ইসলাম, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দীন, নওগাঁ পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা প্রশাসক মিজানুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা রয়েছে।

সভায় যুগোপযোগী আধুনিক শিক্ষা প্রসারে প্রধান চ্যালেঞ্জিংগুলো চিহিৃতকরণ ও সুপরিশমালা তুলে ধরার জন্য আত্রাই উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/