13yercelebration
ঢাকা

শহীদ প্রভাষক এ.এম.বি মামুন হোসেনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

admin
March 1, 2017 7:23 pm
Link Copied!

মোশাররাফ সাতক্ষীরা প্রতিনিধী ::সাতক্ষীরায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামাত-শিবিরের নৃশংস হামলায় নিহত সাবেক ছাত্র নেতা শহীদ প্রভাষক এ.এম.বি মামুন হোসেনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহবানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন নেতা করমি বক্তব্য রাখেন

বক্তব্যে বলেন, সাতক্ষীরায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামাত-শিবিরের নৃশংস হামলায় নিহত সাবেক ছাত্র নেতা শহীদ প্রভাষক এ.এম.বি মামুন হোসেনের খুনিদের বিচার এই বাংলার মাটিতেই হবে। কোনভাবে ঐ খুনি হায়নারা পালিয়ে থাকতে পারবেনা। কি দোষ করেছিল মামুন। যারা তাকে ইট দিয়ে থেতলিয়ে থেতলিয়ে হত্যা করেছিল তাদেরকে মামুন পানি ও বিস্কুট খাইয়েছিল। দীর্ঘ ৪ বছর পেরিয়ে গেছে আজো কেন মামুনের খুনিরা বিচারের আওতায় আসেনি। ঐ খুনি হায়নাদের আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমূলক শাস্তি দিতে হবে। জামাত-শিবিরের নৃশংস হামলায় নিহত সাবেক ছাত্র নেতা শহীদ প্রভাষক এ.এম.বি মামুন হোসেনের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করবে ছাত্রলীগ তথা আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মী। ছাত্র নেতা মামুন তার জীবন দিয়ে প্রমান করেছে আওয়ামীলীগের নেতা কর্মীরা বীরের মতো মরতে জানে।

স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. স.ম. গেলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য এড. মোজাহার হোসেন কান্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ডাঃ মুনসুর আহম্মেদ, সিপিবি’র কমরেড আবুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল হক নান্টু, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক পিপি এড. ওসমান গণি, জেলা আওয়ামীলীগের সদস্য জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা রেড ক্রিসেন্টের সেক্রেটারী শেখ নুরুল হক, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদের জেলা সভাপতি জয়নুল আবেদীন জসি, এড. শাহনওয়াজ পারভীন মিলি, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, ইনতাজ আলী মোড়ল, মো. শাহিদুল ইসলাম, পৌর ৪নয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, পৌর আওয়ামীলীগ নেতা শেখ আলমগীর হাসান আলম, যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলাম।

http://www.anandalokfoundation.com/