13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

admin
November 5, 2016 3:34 pm
Link Copied!

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।  শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র‌্যালীটি একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, গেষ্ট অব অনার ছিলেন ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক, পৌর আ’লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বুলু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোবারক আলী। কর্মসূচীতে উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/