13yercelebration
ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ২৫০ আসন

admin
September 16, 2015 12:56 am
Link Copied!

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে সাতটি নতুন বিভাগ। এসব বিভাগে ভর্তির সুযোগ পাবেন প্রায় আড়াইশ শিক্ষার্থী। সোমবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন এসব বিভাগ চালুর সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-নিবন্ধক এএইচএম আসলাম হোসেন।

তিনি বলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আটটি অনুষদের অধীনে মোট তিনহাজার ৮২৮ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে। এবার কলা অনুষদ থেকে আলাদা করে চারুকলা অনুষদ করা হয়েছে। এর ফলে এবার নয়টি অনুষদে মোট চার হাজার ৭৩ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা জানিয়েছে, আইন অনুষদের নতুন ‘আইন ও ভূমি প্রশাসন’ বিভাগে ৫০, প্রকৌশল অনুষদের ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ বিভাগে ৩০, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ‘ক্লিনিক্যাল সাইকোলজি’ বিভাগে ২৫ এবং বিজ্ঞান অনুষদের ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগে ৩০টি আসন সৃষ্টি হয়েছে। এছাড়া চারুকলা অনুষদের ‘গ্রাফিক ডিজাইন, কারু শিল্প ও শিল্পকলার ইতিহাস’ বিভাগে ৪৫, ‘চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র’ বিভাগে ৪৫ এবং ‘মৃৎশিল্প ও ভাস্কর্য’ বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। অন্যদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগে ১০টি আসন কমানো হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সভায় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিবিএ-তে ৫০ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিএড অনার্স কোর্সে ৫০ জন শিক্ষার্থী ভর্তির ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “নতুন বিভাগগুলোয় জানুয়ারির আগেই শিক্ষক নিয়োগ ও শ্রেণীকক্ষ বরাদ্দ দেওয়া হবে। চারুকলায় ভর্তিচ্ছুদের ‘আই’, বিবিএ ‘ডি’ এবং বিএড পরীক্ষা ‘ই’ ইউনিটের অধীনে নেওয়া হবে বলে উপ-নিবন্ধক আসলাম জানিয়েছেন। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিপরীক্ষার আবেদনপত্র ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিতরণ করা হবে। আগামি ৯ নভেম্বর ভর্তিপরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

http://www.anandalokfoundation.com/