13yercelebration
ঢাকা

রংপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি

admin
October 12, 2015 10:26 am
Link Copied!

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস: সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব দূর্গাপুজা। আসন্ন দূর্গা পূজা যাতে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ন ভাবে উদযাপন করতে পারে সেজন্য বিশেষ সতর্কতা ও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহন করেছে রংপুর জেলা পুলিশ। পূজোর সময় যাতে কোথাও কোন প্রকার অপ্রিতীকর ঘটনা না ঘটে সেজন্য  ইতোমধ্যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বছর রংপুর মহানগরীতে ১৩৫টি, সদর উপজেলায় ৮৫টি এবং বাকি ৭টি উপজেলায় ৬৯৮টি মিলে রংপুর জেলায় সর্বমোট ৯১৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, পূজোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবারের ন্যায় এবারের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পূজা মন্ডপ গুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা ও বার্তি সতর্কতা নিশ্চিত করার জন্য পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে। জেলার কোথাও যেন অপ্রিতিকর ঘটনা না ঘটে  সে জন্য ২৪ ঘন্টার টহল টিম প্রস্তুত করা হয়েছে। এছাড়াও যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য প্রস্তুত থাকবে বিশেষ মোবাইল টিম।

তিনি বলেন, পূজোয় সর্বোচ্ছ নিরাপত্তা এবং নির্বিঘ্ন উপভোগ করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। পূজোয় কোথাও কোন প্রকার জুয়া, মাদকব্যবসাসহ অন্যান্য বেআইনী কার্যক্রম সংঘটিত হতে না পারে সেজন্য বিশেষ কন্ট্রোল রুমসহ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হহয়েছে।

http://www.anandalokfoundation.com/