13yercelebration
ঢাকা

মৌসুমী বায়ুর প্রভাবে ঠাকুরগাঁওয়ে টানা ৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত

admin
August 12, 2017 7:24 pm
Link Copied!

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।। মৌসুমী বায়ুর প্রভাবে টানা তিনদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে সারাদিন প্রবল বৃষ্টি হওয়ায় ঘরবন্দি কাটায় শহর কী গ্রামের মানুষ। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে যায়। নদী-নালা, খাল-বিল বৃষ্টির পানিতে ভরে গেছে।
বেসরকারি সংস্থা সিডিএ জানায়, শ্রাবনের শেষের দিকে এরকম ভারীবৃষ্টি হবে তা’ ভাবায় যায়নি। এ বৃষ্টিতে কাচা ঘরবাড়ির এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি। তবে মৌসুমী শাকসবজি ও মরিচ ক্ষেতের ক্ষতি হয়েছে। এছাড়া নিচু জমির আমন চারা তলিয়ে গেছে।
এ সংস্থার কর্মকর্তা এমদাদূল ইসলাম ভুট্টো বলেন, ঠাকুরগাঁও পৌরশহরের কিছু এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে । তিনি বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাবে এ সমস্যা ভোগ করছে ওই এলাকার নাগরিকরা। সদর উপজেলার বেগুনবাড়ি নতুন পাড়া গ্রামের কৃষক আল আমিন বলেন তার রোপা আমন ধান পানিতে ডুবে গেছে । পানি জমে থাকলে গাছ পচে যেতে পারে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন বৈরী আব হাওয়ায় এ জেলায় এখনও ক্ষয়ক্ষতি হয়নি । তবে কি পরিমান বৃষ্টি হয়েছে তা তিনি জানাতে পারেননি।
http://www.anandalokfoundation.com/