13yercelebration
ঢাকা

মোরেলগঞ্জে মুগ ডাল প্রদর্শনী উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

admin
May 7, 2018 8:45 am
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের মোরেলগঞ্জ ২০১৭-১৮ অর্থবছরে রাজস্বখাতের অর্থায়নে স্থাপিত গ্রীষ্মকালীন মুগডাল প্রদশর্নী উপলক্ষ্যে রোববার বিকেলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়। ইউনিয়ন আওয়ামী ইউনিয়ন সভাপতি খম লৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বলইবুনিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,কৃষক সত্যরঞ্জন দাস ,আবদুল বারেক শেখ, আলো রায়. সোবাহান শেখ, অমূল্য ঢালী,শাহ আলম, নজরুল ইসলাম,ফয়সাল মাহামুদ রেজা প্রমুখ। মাঠ দিবনে ইউনিয়নের দুই শতাধিক কৃষক- –কৃষানী উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায় অত্র ইউনিয়নের কৃষক সত্যরঞ্জন দাসের মুগ ডাল ক্ষেত, সুভাষ মন্ডলের ভূট্রা ক্ষেত, কাজল রানী মিস্ত্রির চিনা বাদাম ক্ষেত, নীরঞ্জন হালদারের ঢেড়স ক্ষেত, রেখা রানীর পুই শাঁক, রফিকুল ইসলাম বাচ্চু ও সুভাষ মন্ডলের কলা ক্ষেত পরিদর্শন করেন।

এছাড়াও বলইবুনিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান নিজ অর্থায়নে দুই শত কৃষক –কৃষানীকে মাঝে উচ্চ ফলনশীল সাগর কলার চারা ও আধা কেজি টিএসপি সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

http://www.anandalokfoundation.com/