13yercelebration
ঢাকা

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

admin
October 11, 2015 3:40 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ব্যক্তিগতভাবে বা বিছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামি স্ট্রেট (আই.এস) এদেশে থাকতে পারে। সংঘবদ্ধভাবে আই.এস থাকতে পারে বলে সরকার মনে করছে না। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তাই একাত্তরের পরাজিত শক্তির যারা; তারা বিষয়টি মেনে নিতে পারছে না। দুই বিদেশী হত্যাকা-ের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।

বাংলাদেশে আইএস জঙ্গি রয়েছে যুক্তরাজ্যের এমন বক্তব্যের প্রেক্ষিতে রোববার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মান কাজ আবারো শুরু হয়েছে। আগামি ১৭ এপ্রিল মাসে মুজিবনগর দিবসের আগেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রায় এক কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুর শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করে গণপূর্ত অধিদপ্তর। রোববার সকাল দশটার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভবনের ফলক উন্মোচন ও ভবন প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গনপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান,  মেহেরপুর পৌর সভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ সহ জেলার মুক্তিযোদ্ধাগন।

http://www.anandalokfoundation.com/