13yercelebration
ঢাকা

মেহেরপুরে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
November 8, 2015 11:00 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯ টার দিকে জেলা সমবায় অফিস চত্বর থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষে হয়।

জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা সমবায় অফিসার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা র‌্যালিতে অংশ নেয়।

পরে সেখানে সংসদ সদস্য ফরহাদ হোসেন জাতীয় পতাকা ও জেলা প্রশাসক শফিকুল ইসলাম সমবায় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার- উজ্জামান, জেলা মৎস্যজীবী সমবায় প্রতিনিধি সহিদ সাদেক হোসেন বাবুল, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রত্নারাণী পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিরাামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ প্রতিনিধি আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ৫ সমবায় সমিতি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টু।

http://www.anandalokfoundation.com/