13yercelebration
ঢাকা
শিরোনাম

সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি -পররাষ্ট্রমন্ত্রী

মন্দিরে আগুন ও দুই সহোদর নিহতের ঘটনায় অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না -ধর্ম বিষয়ক মন্ত্রী

শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে অসামান্য পরিবর্তন ঘটেছে -জাতিসংঘে পার্বত্য সচিব

সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরি এবং তথ্য প্রবাহ অবারিত করতে চাই -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িং এর সাথে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ

নারীদের জীবনমান উন্নয়নে রংপুর বিভাগের জেলা তথ্য অফিসসমূহ কর্তৃক শতাধিক নারী সমাবেশের আয়োজন

আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আমরা ৮৫’ এর ৩০ বছর পূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

admin
September 28, 2015 9:46 am
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর : আমরা ৮৫’র এর ৩০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও ‘সমপ্রাণ’ নামের একটি স্মর এসএসসি’ ৮৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা ও ‘সমপ্রাণ’ নামের স্মরণিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এসএসসি’ ৮৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা ও ‘সমপ্রাণ’ নামের স্মরণিকা প্রকাশ করা হয়।

সংগঠনের সভাপতি মমিনুল হক জুয়েলের সভাপতিত্বে ও সাজেদুর রহমান রোকনের  উপস্থাপনায় আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ.এল.এম জিয়াউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক  সামসুল আযম লিন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শাহ জামাল, আলী রেজা সংগ্রাম, মোঃ কলিমুদ্দিন, এনায়েত ওসমান মিঠু প্রমুখ।

অনুষ্ঠানে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুল হক, শফিউদ্দীন আহমেদ, রবীন্দ্র নাথ সাহা, ইফতেখারুল ইসলাম, ওয়াছেক হোসেন খাঁন, মোঃ হেকমতুল্লাহ, সুসীল কুমার চক্রবর্তী, মোঃ নূরুল ইসলাম, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম ও দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাসেমকে  সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরাদ হোসেন স্মরণিকা ‘সমপ্রাণ’ এর মোড়ক উন্মোচন করেন। সবশেষে মাহবুবুল হক মন্টু’র উপস্থাপনায় সেখানে একটি মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/