মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান’র নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক শফিকুল ইসলাম’র সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, এন.ডি.সি নূর-এ আলম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, ফাতেমাতুজ জোহরা,মেহেরপুর প্রেসক্লাবের সভপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন সহ বিভিন্ন এনজিও’র কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার সবার রয়েছে। তাই সকলকে তথ্য দেওয়া ও নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।