13yercelebration
ঢাকা

মাগুরার কৃষকরা বিনা-১০ জাতের সরিষা আবাদে দ্বিগুণ ফলন পেয়েছেন

admin
February 4, 2018 8:27 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের কৃষকরা বিনা-১০ জাতের সরিষা আবাদে দ্বিগুণ ফলন পেয়েছেন। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক আগাম জাতের সরিষা বীজ চাষ করে দ্বিগুণ ফলন হয়েছে বলে গতকাল রবিবার দুপুরে মাঠ দিবস অনুষ্ঠানে জানান কৃষকরা।

মাগুরা কৃষি বিভাগের বৈজ্ঞানীক কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল কালাম আজাদ মুখ্য বৈজ্ঞানীক কর্মকর্তা, কৃষি প্রকৌশলী জয়দেব। মাঠ দিবস অনুষ্ঠানে জাগলা এলাকার শতাধিক কৃষক কিষাণী উপস্থিত ছিলেন।

মাঠ দিবস অনুষ্ঠানে বিনা-১০ জাতের উদ্ভাবক মুখ্য বৈজ্ঞানীক কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল মালেক জানান, স্বল্প জীবন কালিন হওয়ায় এ সরিষা আমণ ধান ও বোরো আবাদের মাঝখানে এ চাষ করা যায়। এর ফলন একরে ১৫ থেকে ১৬ মণ। যা অন্যান্য জাতের চেয়ে দ্বিগুণ বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/