13yercelebration
ঢাকা

মধুখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণ

admin
August 3, 2016 7:36 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়নের ১৪টি গ্রাম বন্যায় কবলিত ও ভাঙ্গনে ধস। বন্যা কবলিত ও নদী ভাঙ্গন গ্রাম গুলো হল ফুলবাড়ি, গন্ধখালী, সালামতপুর, কোমরপুর, দয়ারামপুর, জারজান নগর, গয়াশপুর, চরগয়াশপুর, কছুন্দি, চরকছুন্দি, বকসীপুর, আড়পাড়া সরবরাজপুর বিজয় নগর এর মধ্যে বকসীপুর কছুন্দি চরগয়াশপুর, আড়পাড়া সরবরাজ গ্রামে ০৩-০৮-২০১৬ইং তারিখ রোজ বুধবার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ফরিদপুর জেলা প্রশাসক সরাফত আলীর আদেশে মধুখালী উপজেলার চেয়ারম্যান মোঃ আজিজার রহমান মোল্যা বন্যায় কবলিত ২৪০টি পরিবারের মধ্যে জন প্রতি ২০ কেজি চাউল ১কেজি তেল, ১কেজি ডাল, ১ কেজি আলু,  ১কেজি, লবণ ও ৩প্যাকেট ওরস্যালাইন বিতরণ করেন। ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লূৎফুন নাহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহরাব হোসেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এম.এ মান্নান মন্নু ইউনিয়নের সচিব মোঃ ইকবাল হোসেন উপজেলা নির্বাহী অফিসের হিসাব রক্ষক কামাল হোসেন ও নাদের হোসেন এবং উপজেলা তথ্য অফিসের মোঃ হাসিব হোসেন। বন্যা দুর্গত ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল ইসলাম ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তি বর্গ প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ মিজানুর রহমান বাবলূ সহ গ্রাম পুলিশ বৃন্দ প্রমুখ। কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কঠোর পরিশ্রমের মাধ্যমে বন্যা দুর্গতদের মাঝে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ত্রান বিতরণ করেন এবং তিনি আরো বলেন তিনি প্রশাসন নিয়ে সব সময় বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণে যে কোন প্রকারে সার্বিক সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।

http://www.anandalokfoundation.com/