ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার দলিল নয় খতিয়ানে মালিক ছাড়া অন্য কারো নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তির মালিকানা সৃষ্টি হয় না তেমনি প্রকৃত মালিকের মালিকানা সত্ত্বও নষ্ট হয় না। খতিয়ানে করণিক ভুল সংশোধনে সেবাগ্রহীতাকে সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে ভূমি সংস্কার বোর্ড আয়োজিত অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমির রেকর্ডীয় খতিয়ান সংশোধন বিষয়ক কর্মশালায় ভূমি সচিব এসব কথা বলেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), মোঃ এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রকল্প পরিচালক মোঃ পারভেজ হাসান, বিপিএএ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।