13yercelebration
ঢাকা

ব্রিজ ভেঙে পড়ার আট দিনে আতিবাহিত হলেও নির্মাণ কাজ শুরুহয়নি, দুর্ভোগে ৫০ হাজার মানুষ

Dutta
August 10, 2021 5:35 pm
Link Copied!

ব্রিজ ভেঙে পড়ার আট দিনে আতিবাহিত হলেও নির্মাণ কাজ শুরুহয়নি, দুর্ভোগে ৫০ হাজার মানুষ

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ দিনাজপুরের বীরগঞ্জের কুড়িটাকিয়া ব্রিজ ভেঙে পড়ার সাত দিনেও কাঠের ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়নি। এ ঘটনায় আশপাশের বেশ কয়েকটি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসী জানান, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নসহ আশপাশের মানুষের চলাচলের প্রধান সড়কের ওপর নির্মিত কুড়িটাকিয়া ব্রিজটি গত সোমবার (২ আগস্ট) ভেঙে পড়ে। এতে উপজেলা সদরের সঙ্গ ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের ও প্রকৌশলী আব্দুল মান্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেন। সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঘটনাস্থল পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে কাঠের ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।

কাঠের ব্রিজ নির্মাণে আসা নাম জানাতে অনিচ্ছুক এক মিস্ত্রি জানান, ব্রিজটি নির্মাণে ২৬ ফুট লম্বা খুঁটি লাগবে। কিন্তু উপজেলার কোথাও এ ধরনের খুঁটি পাওয়া যাচ্ছেনা। কাঠের ব্রিজ তৈরিতে কমপক্ষে তিন লাখ টাকার প্রয়োজন। সে টাকা নিয়েও উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানের মধ্যে ঠেলাঠেলি চলছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাঁশের সাঁকো দিয়ে কোনো মতে পারাপার হচ্ছেন মানুষ। বৃষ্টির পানি বাড়লে সাঁকোটি যে কোনো সময় তলিয়ে যেতে পারে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাঠের ব্রিজটির কাজ শুরু হবে।

http://www.anandalokfoundation.com/