13yercelebration
ঢাকা

বোদায় সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
January 20, 2016 10:47 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীদের সাথে মতবিনিময় সভা ১৯ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুমি মন্ত্রনালয়ের সচিব মেছবাহ উল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। মতবিনিময় সভায় সাবেক ছিটমহলবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবী উপস্থাপন করেন সাবেক ছিটমহল সমন্বয় কমিটির নেতা হবিবর রহমান।এ সময় সাবেক ছিটমহলবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন। সভায় প্রধান অতিথি ভুমি সচিব ছিটমহলবাসীর সকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।তিনি এ সময় আরো বলেন, জমির মালিকানা তথ্য ডিজিটাল করা হবে, যে জমির মালিক সে সেই জমির মালিক থাকবেন, জমির ম্যাপ ডিজিটাল করা হবে এবং আগামী জুন-জুলাইয়ের মধ্যে জমির মালিকানার কাগজপত্র তাদের মাঝে হস্তান্তর করা হবে। এ সময় সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীরা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিকও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/