13yercelebration
ঢাকা

বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজ ডেস্ক
February 21, 2022 9:36 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার প্রথম প্রহরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনাওে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলায়মান আলী, পৌর মেয়র অ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, উপজেলা ভাই-চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাই-চেয়ারম্যান লক্ষ্মী রানী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মো. ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজাহার আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপরে একে একে বোদা উপজেলা আওয়ামীলীগ, বোদা পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বোদা উপজেলা প্রেসক্লাব, বিএনপি, জাতীয়পার্টি, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এর নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দুপুরে পাথরাজ সরকারি কলেজের সাংস্কৃতিক মঞ্চে “জীবনের আহ্বান” এই শ্লোগানকে সামনে রেখে অংকুর ফাউন্ডেশন মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপক্ষে একুশজন প্রতিবন্ধীকে একুশটি হুইলচেয়ার বিতরণ করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি প্রতিবন্ধদের হাতে হুইলচেয়ার তুলে দেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোখলেছার রহমান জিল্লু, অংকুর ফাউন্ডেশন চেয়ারম্যান খাইরুল হাসান সিফাত, প্রধান শিক্ষক রবিউল আলাম সাবুল, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মিরাজ ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

অংকুর ফাউন্ডেশন চেয়ারম্যান খাইরুল হাসান সিফাত জানান, আগামীতেও আমার এই ফাউন্ডেশন জনকল্যাণ ও জনহিতকর কাজ পরিচালনা করে যাবে।

http://www.anandalokfoundation.com/