14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৈছাআ’কে সুবিধা প্রদানের অভিযোগ শাবিপ্রবিতে ছাত্রদলের তোপের মুখে উপাচার্য

Rai Kishori
August 5, 2025 9:05 pm
Link Copied!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে ছাত্রদল নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে উপাচার্যের গাড়িটি অর্জুনতলায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী তার পথ আটকে দেয়।

ছাত্রদল নেতা-কর্মীরা ‘ভুয়া ভুয়া, প্রশাসন ভুয়া’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উপাচার্য গাড়ির জানালা খুলে তাদের সঙ্গে কথা বলেন। ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার অভিযোগ করেন, উপাচার্যের মদদে গত এক বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

উপাচার্য তাদের বোঝানোর চেষ্টা করলে এবং প্রক্টর এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তিনিও তোপের মুখে পড়েন। পরে ছাত্রদল নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এর আগে, তারা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভাও বয়কট করেছিলেন।

ছাত্রদলের অভিযোগের জবাবে উপাচার্য বলেন, আয়োজক কমিটি হয়তো কোনো ব্যত্যয় ঘটিয়েছে, যার কারণে ছাত্রদল ক্ষুব্ধ হয়েছে। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আয়োজক কমিটির সদস্য মো. এছাক মিয়া বলেন, অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট দলকে আমন্ত্রণ জানানো হয়নি, বরং যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত কমিটির আহ্বায়ক পলাশ বখতিয়ার বলেন, আন্দোলনের একজন সক্রিয় সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলেও তিনি তাদের কমিটির কেউ নন। সুযোগ-সুবিধা বা অর্থ প্রদানের অভিযোগও ঠিক নয় বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/