14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে মাদ্রাসা পড়ুয়া ছেলের সন্ধান চান অসহায় পিতা 

Link Copied!

বেনাপোলে মাদ্রাসা পড়ুয়া ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পিতা আব্দুর রহমান। তার ছেলে মোঃ তামিম (১৪) বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র। গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হইতে বাহির হয়ে আর ফিরে আসে নাই। এ ব্যাপারে ছাত্রটির পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাদ্রাসা ছাত্রটির অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে মোঃ তামিম (১৪) বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত ০১ বছর যাবৎ লেখা পড়া করে আসছে। গত ইং-১৯/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হইতে সকলের অগোচরে বাহির হয়ে অজ্ঞাত স্থানে চলে গিয়েছে যাহা অত্র মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে বুঝা যাই। পরবর্তীতে আমার ছেলে বাড়িতে কিংবা মাদ্রাসার আর ফেরৎ আসে নাই। আমি ও আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসার কর্তৃপক্ষ মিলে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুজি করে আমার ছেলেকে কোথাও পাওয়া যায় নাই। আমার ছেলে কিছু দিন যাবৎ উক্ত মাদ্রাসায় লেখাপড়া করবে না বলে বিভিন্ন বায়না ধরত আমার ধারনা আমার ছেলে মাদ্রাসায় পড়বে না বলে সকলের অগোচরে অজ্ঞাতস্থানে চলে গিয়েছে। আমার খুঁজে পাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি। একমাত্র ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় পিতা আব্দুর রহমান ০১৯০৫-৮১৯১০০।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটির পিতা থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য।
http://www.anandalokfoundation.com/