13yercelebration
ঢাকা

মৌলভীবাজারে ‘বিনতা ড্রাগ হাউস’র উদ্দ্যোগে ত্রান বিতরণ

Rai Kishori
April 13, 2020 7:43 pm
Link Copied!

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  বর্তমানে সারাদেশ জুড়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে গৃহবদ্ধ জীবন যাপন করছে লক্ষ লক্ষ পরিবার। হঠাৎ থমকে যাওয়া জনজীবনে আতঙ্কের পাশাপাশি নিন্ম মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলোতে দেখা দিয়েছে চরম আর্থিক এবং খাদ্য সংকট।
এই দুর্যোগকালীন মুহূর্তে অসহায় মানুষের সহযোগীতায় সরকার ছাড়াও এগিয়ে আসছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংঘঠন ও স্বচ্ছল ব্যাক্তিগন।
এর ধারাবাহিকতায় মৌলভীবাজার শহরস্থ পশ্চিম বাজারের ‘বিনতা ড্রাগ হাউস’র পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনশীষ দেব পলক এর নিজস্ব প্রয়াসে ১৩ই এপ্রিল সোমবার তার নিজ গ্রাম সদর উপজেলার কনকপুর ইউনিয়নের নলদাড়িয়ায় এই ত্রান সামগ্রী খাদ্য সংকটাপন্ন  শতাধিক পরিবারের মধ্যে পৌছে দেওয়া হয়।
এই কার্যক্রম সম্পর্কে মনশীষ দেব পলক জানান, মানবতার তাড়নাতেই তিনি  এই প্রয়াসে উদ্দ্যোগী হয়েছেন। জনজীবনের এই গভীর সংকটময় সময়ে সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহব্বানও জানান তিনি।
http://www.anandalokfoundation.com/