13yercelebration
ঢাকা

বহুগুণে গুনান্বিত রবীন্দ্র বেঁচে রবে তাঁর কর্মের মহিমায় -মেজর (অব:) সুরঞ্জন দাস

admin
January 31, 2018 6:03 pm
Link Copied!

মানুষ বেঁচে থাকে তাঁর কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। বহুগুণে গুনান্বিত রবীন্দ্র বেঁচে রবে তাঁর কর্মের মহিমায়। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী,  খ্যাতিমান শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত রবীন্দ্র চন্দ্র দাস মহোদয়ের প্রয়াণে নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কীর্তিনারায়ন কলেজের প্রতিষ্ঠাতা মেজর (অব:) সুরঞ্জন দাশ এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন- দেশমাতৃকার মুক্তির সংগ্রামে যাঁরা নিজের জীবন বিসর্জন দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন  রবীন্দ্র দাদা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। আজ বেলা ১ ঘটিকায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত শোকসভায় সংগঠনের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্ত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদন  মো: রুবেল মিয়ার সঞ্চালনায় সভার শুরুতে  শোক প্রস্তাব পাঠ করেন প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক (অব:) ডা.সফিকুর রহমান, নবীগঞ্জ পৌর মেয়র  আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন আহমেদ (বীর প্রতিক), সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ, জেলা আওয়ামীলীগ নেতা এড. সুমঙ্গল দাশ সুমন, শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়, সাবেক ছাত্রনেতা সুনীল কান্ত দাশ, মুক্তিযোদ্ধা মৌলুদ হোসেন কাজল,  মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা বশির আহমদ, মুক্তিযোদ্ধা সামসুদ্দীন আহমেদ,  মুক্তিযোদ্ধা কমরু মিয়া, মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি কৃপেশ রঞ্জন দাশ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইউপি আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান, প্রাক্তন শিক্ষক কনর আলী,  প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, প্রধান শিক্ষক সুবিনয় দাশ, প্রধান শিক্ষক ফণী ভূষণ রায়, প্রধান শিক্ষক সেলিনা বেগম, শিক্ষক পিন্টু রায়, শিক্ষক পলাশ রতন, শিক্ষক ইন্দ্রজিত দাশ, আওয়ামীলীগ নেতা ভানু লাল দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা রূপায়ন দাশ, মেম্বার ফনী ভূষন দাশ,  মেম্বার বদরুল মিয়া, সাবেক মেম্বার ও ইউপি আওয়ামীলীগ  সভাপতি আব্দুল হাকিম, সাবেক মেম্বার বিকাশ দত্ত রায় এবং রবীন্দ্র চন্দ্র দাশের সহধর্মিনী অবসর প্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশ ও পুত্র উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব  রত্নদীপ দাস রাজু।
বক্তাগন বলেন- রবীন্দ্র বাবু যুবক বয়সে একদিকে যেমন ছিলেন ক্রিয়ামোদি-সংস্কৃতমনা, অন্যদিকে জাতীয়তাবাদী সৈনিক হিসেবে দেশমাতৃকার মুক্তির সংগ্রাম সুমহান মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন, আজীবন মুক্তচিন্তায় বিশ্বাসী হয়ে শিক্ষাবিস্তার, শৃঙ্খল-শোষনমুক্ত ও বঞ্চনাহীন সমাজগঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। ভবিষ্যত প্রজন্মের কাছে এক আদর্শিক ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাশের ক্ষয় নেই।  উল্লেখ্যযে,  বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০১৭ খ্রি. রাত ৮.২১ মিনিটে পরলোকগমন করেন।
http://www.anandalokfoundation.com/