13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বলিউড কাঁপাতে আসছে অক্ষয়ের নতুন সিনেমা বচ্চন পাণ্ডে

admin
December 20, 2019 11:06 am
Link Copied!

অক্ষয়ের পরনে সিল্কের লুঙ্গি, হাঁটু পর্যন্ত তোলা। খালি গা। গলায় বেশ কতগুলো মোটা সোনার হার। ডান হাতে নানচাক। কপালে তিলক। এমনই বেশে সামনে এলেন অক্ষয় কুমার। রিয়েল নয়, আসলে তাঁর এমন লুক আপকামিং ছবির। শুক্রবারই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন বলিউডের খিলাড়ি । তারই ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করলেন অভিনেতা। যা নিঃসন্দেহে সিনেপ্রেমীদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দিল।

অক্ষয় জানান, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছবিতে এই লুকেই দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘বচ্চন পাণ্ডে’। নাম ভূমিকাতেই অভিনয় করবেন আক্কি। তাঁর লুকের মধ্যে রয়েছে দক্ষিণী ছোঁয়া। তাই ভক্তদের আশা, পরিচালক ফারহাদ সামজির ছবিতে ফের তাঁর চরিত্রে নতুন কোনও চমক থাকবে। ফার্স্ট লুক পোস্ট করে অভিনেতা লিখেছেন, “আগামী বছর বড়দিনে মুক্তি পাবে বচ্চন পাণ্ডে।

বি-টাউনে একের পর এক ধামাকা করে চলেছেন অক্ষয়। শাহরুখ-আমিরদের যখন বড়পর্দায় সেভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তখন পরপর ছবির ঘোষণা করে চলেছেন তিনি। ইতিমধ্যে ‘হাউসফুল ৪’ সিনেমায় ব্যাপক সারা পেয়েছে এখন অক্ষয় মানেই সিনেমায় লক্ষ্মী লাভ। এখানেই শেষ নয়, প্রকাশ্যে এসেছে তাঁর আরেকটি ছবি ‘লক্ষ্মী বম্ব‘-এর লুকও। সুরমা চোখে যেখানে অক্ষয়ের লুক দেখে রীতিমতো অবাক সিনেপ্রেমীকে। অভিনয়ে রয়েছেন কিয়ারা আডবানীও। দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’-র রিমেক এই ছবিটি। যে গল্পে এক রূপান্তরকামীর আত্মা ভর করে অক্ষয়ের উপর। আগামী বছর ৫ জুন মুক্তি পাবে পরিচালক রাঘব লরেন্সের ছবিটি। এবার নতুন ছবির পোস্টার সামনে এনে ফ্যানদের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন অক্ষয় কুমার।

http://www.anandalokfoundation.com/