বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ নভেম্বরের ২৭ এবং ২৮ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ এ তথ্য জানান। ২৭ নভেম্বর ‘খ’ ও ‘গ’ ইউনিটের এবং ২৮ নভেম্বর ‘ঘ’ ও ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা টেলিটক প্রিপেইড সংযোগ থেকে এসএমএস পাঠিয়ে আবেদন করতে পারবেন বলে জানান তিনি। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।