14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান পার্বত্য উপদেষ্টার

পিআইডি
May 16, 2025 9:29 pm
Link Copied!

পার্বত্য অঞ্চলে বিশাল ভূমি রয়েছে। এই ভূমিগুলো একাধিক ফসলি জমিতে রূপান্তর করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ভূমিতে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে আরো বেশি ফলন ফলানো যায় সে জন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব

আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা এ আহ্বান জানান।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

পার্বত্য অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে বিজ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা আলোকপাত করেন।

http://www.anandalokfoundation.com/