13yercelebration
ঢাকা

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
May 29, 2016 9:57 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, দিবাকর বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, গাজী জুনায়েদুর রহমান ও রিপন কুমার মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, প্রকৌশলী আবু সাঈদ, শিক্ষা অফিসার গাজী সাইফুর ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর ও প্রকাশ ঘোষ বিধান, শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, রোকনুজ্জামান, খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা রণজিত কুমার সরকার, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দাউদ শরীফ ও সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন।

সভায় নবাগত ইউএনও নাহিদ-উল-মোস্তাক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বৃন্দকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি নির্বাচন পরবর্তী সহিংসতা, জনপ্রতিনিধিদের নামে মিথ্যা মামলা, সড়কের উপর বাস রাখা বন্দে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং অপরাধ জিরো টলারেন্স করার সিদ্ধান্ত হয়।

http://www.anandalokfoundation.com/