13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় মায়ের সাথে গোসলে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

admin
October 17, 2016 7:57 pm
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ মায়ের সাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক স্কুল ছাত্র নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নে সোমবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পরেও শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। নদীতে জাল ফেলে খোঁজাখুঁজির কাজ অব্যাহত রয়েছে।

স্থানীয় ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ শিশুর নাম সিদ্দিক আলী (৭)। সিদ্দিকের বাবা বোরহান বেপারী চরভাগা ইউনিয়ন পরিষদের একজন সদস্য। সখিপুর সনিকান্দি এলাকায় নিখোঁজ সিদ্দিকের বাড়ি। সিদ্দিক চরভাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।

নিখোঁজ সিদ্দিকের চাচা সাকিল জানায়, সিদ্দিক একজন মেধাবী ছাত্র ছিল। প্রথম শ্রেনীতে পড়লেও সিদ্দিক ছিল একজন ডিজিটাল মাইন্ডের শিশু। যে কোন পড়া তার দু’বার পড়তে হতো না। যে কোন কাজ একবার দেখলেই দ্বিতীয় বার নিজে নিজে চেষ্টা করে সফল হতো। সিদ্দিকের নিখোঁজ হওয়ার ঘটনা সকলের মনে দাগ কেটেছে।

http://www.anandalokfoundation.com/