13yercelebration
ঢাকা

পঞ্চগড় দেবীগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

admin
June 5, 2016 5:22 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়  প্রতিনিধিঃ ষষ্ঠ দফায় পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ৩টি আওয়ামী লীগ, ১টি বিএনপি ও ২ টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থীরা জয় লাভ করেছে।

শনিবার রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন ও উপজেলা যুব কর্মকর্তা আনিছুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

শালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুম। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২১ ভোট।

সোনাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীরেন্দ্রনাথ রায় আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৬০ ভোট।

সুন্দরদিঘি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পরেশ চন্দ্র রায় সরকার। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাঈদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৫১ ভোট।

দণ্ডপাল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) মো. জামেদুল ইসলাম। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজগর আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮৩ ভোট।

পামুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলে হায়দার প্রধান। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মিজানুর রহামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৯ ভোট।

চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী অনিল চন্দ্র রায়। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিনুর রহামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৮ ভোট।

প্রকাশযে, দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ষষ্ঠ দফায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন ও সদস্য পদে ১৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪টি ইউনিয়নে ছিটমহল থাকায় সেখান কার ভোটারা ভোটার তালিকা ভুক্ত না হওয়ার কারনে ভোট স্থগিত রয়েছে।

http://www.anandalokfoundation.com/