13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

admin
June 17, 2018 6:04 pm
Link Copied!

এন  এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় গাছ থেকে পড়ে তুহিন হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার বিকেলে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় তুলারডাঙ্গা-পঞ্চগড় সড়কে ঝড়ে ভেঙে যাওয়া একটি আকাশমনি গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন হোসেন ওই এলাকার জহিরুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, বিকেলে তুহিন তুলারডাঙ্গা-পঞ্চগড় সড়কে গতকালের ঝড়ে ভেঙে যাওয়া একটি আকাশমনি গাছের ডাল কাটতে উঠে। কাটার এক পর্যায়ে হঠাৎ ওই ডালসহ নিচে পড়ে যায় সে। উঁচু গাছ থেকে পাকা সড়কের ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় তুহিন।

পরে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।  পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ প্রতীক কুমার বণিক জানায় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।

http://www.anandalokfoundation.com/