13yercelebration
ঢাকা

ন্যায্য হিস্যার দাবীতে ঝালকাঠিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

admin
December 14, 2017 9:24 pm
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ দক্ষিনাঞ্চলে সড়ক যোগাযোগে ৮ কিলোমিটার রাস্তার ন্যায্য হিস্যার দাবীতে সংবাদ সংম্মেলন করেছে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়েছে, ঝালকাঠি-বরিশাল ও পটুয়াখালি-বরগুনা এবং পিরোজপুরের সাথে সড়ক যোগাযোগে ঝালকাঠি জেলার আওতাধীন ৮ কিলোমিটার সড়ক বেশি। আর ঝালকাঠি-বরিশালের মধ্যে ঝালকাঠি জেলার আওতাধীন সড়ক শতকরা ৯৫ ভাগ। কিন্তু ঝালকাঠি বাস ও মিনি বাস মালিক সমিতির গাড়িগুলোকে ঝালকাঠি-বরিশাল ছাড়া অন্য কোন রুটে চলতে দেয়া হচ্ছে না। বিষয়টি সমন্বয় করার জন্য বারবার তাগিদ দিলেও বরিশাল-পটুয়াখালি মালিক সমিতি আজ পর্যন্ত তা বাস্তবায়নে উদ্যোগ নেয় নি। বরিশাল বিভাগের ৬ জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য সম্প্রতি বিভাগীয় প্রশাসনের কাছেও আবেদন জানানো হয়েছে। কিন্তু তাতেও কোন সুরাহা হয় নি। অচিরেই ঝালকাঠির ন্যায্য হিস্যা পূরণ করা না হলে ঝালকাঠির ৮ কিলোমিটার সড়কে বরিশাল,পটুয়াখালি ও বরগুনা মালিক সমিতির গাড়ি চলাচল বন্ধ করে দেওয়াও হুশিয়ারি করা হয় এ সংবাদ সম্মেলনে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু। এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, বাস মালিক সমিতির সদস্য কাউন্সিলর রেজাউল করিম জাকির, জামাল হোসেন মিঠু প্রমুখ।

http://www.anandalokfoundation.com/